বাঘায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখার উদ্যোগে এই খদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় মুসলিম এইড বাংলাদেশ বাঘা পৌরসভার বানিয়াপাড়া কার্যালয়ে অর্ধশতাধিক অসহায় ও দুস্থদের মাঝে সেমাই, চিনি, তেল, গুড়া দুধ আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখা ব্যবস্থাপক মোমিনুল ইসলাম। মাহবুব আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন বাঘা পৌর শাখা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম শফি, আকবর হোসেন, বানিয়াপাড়া জামে মসজিদের ঈমাম শরিয়ত উল্লাহ, আলহাজ্ব মহসিন আলী, শিক্ষক ও সাংবাদিক আসলাম হোসেন, মুসলিম এইড বাংলাদেশ বাঘা প্রোগ্রাম সুপারভাইজার মাহবুব আলম, আবু বকর সিদ্দিক প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version