অফিসে বসে মাদক সেবন, আরএনবির দুই সদস্য বরখাস্ত

আপডেট: জুন ২৫, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


অফিসে বসে মাদক সেবন করে ভাইরাল হওয়া পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) এ তথ্য জানিয়েছেন আরএনবির পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট আসাবুল ইসলাম। এর আগে, সোমবার সাময়িক বরখাস্ত হওয়া দুই সদস্যের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরএনবি’র সাময়িক বরখাস্ত হওয়া সদস্যরা হলেন- সিপাহী সাদ্দাম হোসেনে এবং শাহিনুর রহমান। তারা রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দফতরের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

আরএনবির পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট আসাবুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ভিডিওর সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়। খবর প্রকাশ হওয়ার পর বিচার-বিশ্লেষণ করে দুই সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এরইমধ্যে অভিযুক্ত ওই দুই সদস্যের মাদক সেবনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। এরপর তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ