আজ সাংবাদিক আবু সাঈদের ৫৩ তম শাহাদত বার্ষিকী

আপডেট: জুন ২৮, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


আজ শুক্রবার (২৮ জুন) রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সাংবাদিক আবু সাঈদের ৫৩ তম শাহাদত বার্ষিকী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ দিনে তিনি শহীদ হন। তাঁর শাহাদত বার্ষিকী পালনে শুক্রবার (২৮ জুন) বিকেল ৫টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়েছে। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ সভায় রাজশাহীর বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন। এতে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্যদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ