ইসরায়েলি সেনারা দুই শিশুসহ চার ফিলিস্তিনিকে হত্যা করলো

আপডেট: নভেম্বর ৩০, ২০২৩, ১:২৯ অপরাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দুই শিশুসহ চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ছবি: রয়টার্স

সোনার দেশ ডেস্ক:


ইসরায়েলি সেনারা জেনিন শহরে দুই শিশুসহ চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। বুধবার (২৯ নভেম্বর) বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনি জেনিন শহরে আট বছর বয়সী আদম সামের আল-গৌল এবং ১৫ বছর বয়সী সুলেইমান আবু আল-ওয়াফাকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, দুই শিশুকে হত্যার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি বাহিনি জেনিন ক্যাম্পে আরো দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতরা হলেন, মু. জামাল জুবাইদি এবং উইসাম জিয়াদ হনুন। ওয়াফা জানিয়েছে, দখলদার বাহিনি তাদের লাশ নিয়ে গেছে।

জুবাইদি ও হনুন নিহতের ব্যাখ্যা দিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনি, আইএসএ ও ইসরায়েল বর্ডার পুলিশের সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের সময় তারা নিহত হয়েছেন।

সেনাবাহিনি আরো বলেছে, জুবেইদি সিনিয়র ইসলামিক জিহাদ পরিচালনাকারী ছিলেন। জেনিন ক্যাম্পের সন্ত্রাসীদের একজন তিনি।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন