ঈশ্বরদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ৩৫ বছর পর জমি ফিরে পেলেন ফজিলা খাতুন 

আপডেট: জুন ৬, ২০২৪, ৩:০১ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরগীতে গান এলাকায় দীর্ঘদিন ধরে জবর দখল নিয়ে গড়ে তোলা ১৫টি বাড়ি-ঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার (৫ জুন) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান এই অভিযান পরিচালনা করেন।

এসময় সার্ভেয়ার সিরাজুল ইসলাম, ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান জানান, শহরের আমবাগান এলাকায় বৃদ্ধ ফজিলা খাতুনের পৈত্রিক সূত্রে পাওয়া ৪২ শতাংশ জায়গা ৩৫ বছর ধরে স্থানীয় প্রভাশালীরা বসবাস ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে অবৈধভাবে দখল করেছিলেন

এ বিষয়ে ওই নারীর আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালত, হাই কোর্ট, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৭৫ বছর বয়সী বৃদ্ধা নারী ফজিলা খাতুনের বেদখল হওয়া জায়গা উদ্ধার করার আদেশ প্রদান করে উচ্চ আদালত। সে নির্দেশনা অনুযায়ী প্রশাসন তাকে তাঁর বেদখল হওয়া ৪২ শতাংশ জমি উদ্ধার করে বুঝিয়ে দিয়েছেন।

৩৫ বছর মামলা চালিয়ে অবশেষে সরকার তার পৈত্রিক সূত্রে পাওয়া জমি উদ্ধার করে ফিরিয়ে দেয়ায় সরকারে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বৃদ্ধা ফজিলা খাতুন। উচ্ছেদের সময় দখলকারীরা গা ঢাকা দেয়।