ঈশ্বরদীতে দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

আপডেট: মে ৬, ২০২৪, ২:৫৯ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে দুই ইট ভাটা থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে পাবনা র‌্যাব। রোববার (৫ মে) বিকেলে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২। র‌্যাব পাবনা ১২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, র‌্যাবের একটি আভিযানিক দল দাদাপুরের এমবিবি ও এ ব্রিকস নামক দুই ইট ভাটায় ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খানের পরিচালনায় অভিযান পরিচালিত হয়।

এ সময় ইট ভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করার অপরাধে এমবিবি ভাটার মালিক পান্নু মল্লিককে ১ লাখ টাকা এবং এ’ ব্রিকস নামের ভাটা মালিক মো. পিন্টুর নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ