ঈশ্বরদীতে ‘স্মার্ট পৌর হোল্ডিং কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন

আপডেট: মে ২৩, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


ঈশ্বরদী পৌরসভার সকল নাগরিকরা হোল্ডিং ট্যাক্স প্রদানের নানা ঝক্কি ঝামেলা থেকে রেহাই পেলেন। এখন থেকে ঘরে বসেই পৌরসভার সকল নাগরিক তাদের হোল্ডিং ট্যাক্স সহজেই পরিশোধ করতে পারবেন ‘স্মার্ট পৌর হোল্ডিং কার্ড’-এর মাধ্যমে।

বৃহস্পতিবার (২৩ মে) পাবনার ঈশ্বরদীতে ‘স্মার্ট পৌর হোল্ডিং কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় পৌর মেয়র ইছাহক আলী মালিথা এ তথ্য নিশ্চিত করেন। এ উপলক্ষ্যে পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।

পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথার সভাপতিত্বে এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম মামুন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, প্যানেল মেয়র আবুল হাসেমসহ পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ