ঈশ্বরদীর গ্রামে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর নতুন আউটলেট উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে গ্রামীণ জনপদে বসবাসকারী প্রান্তিক মানুষের আর্থিক লেনদেন সহজতর করতে পাবনার ঈশ্বরদীর সাহাপুরে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ঈশ্বরদী আউটলেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এই আউটলেট এর কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরুর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই আউটলেটের উদ্বোধন করেন ব্র্রাক ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মোঃ নাফিজুর রহমান।

ব্র্যাক ব্যাংক সাহাপুর এজেন্ট ব্যাংকিং এর আউটলেট ইনচার্জ ও পরিচালক দূর্জয় ইসলাম লিমন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এসএমই শাখার কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মনিটরিং ম্যানেজার হাবিবুর রহমান, ব্যবসায়ী আব্দুস সামাদ, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ