উদীচী নেতা ব্রজেন্দ্রনাথ স্মরণে শোকসভা অনুষ্ঠিত

আপডেট: জুন ২৮, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


উদীচী রাজশাহী জেলা সংসদের সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ প্রামানিক স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে রাজশাহী অ্যাসোসিয়েশনের হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জামসেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দিলিপ কুমার, নাট্য ব্যক্তিত্ব কামারুল্লাহ সরকার কামাল, শিক্ষক নেতা অধ্যক্ষ রাজকুমার সরকার প্রমুখ। শোকসভা পরিচালনা করেন উদীচী রাজশাহী জেলা সংসদের সহসাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার ও সম্পাদকমণ্ডলীর সদস্য ইশরাত জাহান সাথী।

উল্লেখ্য, উদীচী রাজশাহী জেলা সংসদের সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ প্রামানিক গত ২০ এপ্রিল ভারতের মালদহ জেলাতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। কর্মজীবনে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন। সেখান থেকে অবসরে যান।