চারঘাটে বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

আপডেট: মার্চ ১১, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থয়ানে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও গরীব জেলেদের কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ প্রকল্প অব্যহত রয়েছে।

বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নে সোমবার (১১ মার্চ) সকালে সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম উপস্থিতিতে জেলেদের মাঝে ১৬টি বকনা বাছুর বিতরণ করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ এর সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যন, ইউএনও বর্তমান সরকারের বিভিন্ন সহায়তার বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন। এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত করিম, চারঘাট মডেল থানা অফিসার ইন-চার্জ এস.এম.এ সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান-আলমাছ, সরদহ ইউনিয়ন-চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, উপজেলা কৃষি সম্প্রসারণ-কর্মকর্তা খন্দকার ফিরোজ-আহমেদ, সমাজসেবা-কর্মকর্তা রাশেদুজ্জামান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম-মাখন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ