কেন্দ্রীয় রেল শ্রমিকলীগ নেতা রুহুল আমিন বাবুল মারা গেছেন

আপডেট: জুন ১৩, ২০২৪, ২:৪৭ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদী শহরের শেরশাহ রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুল (৭৩) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে বুধবার রাতে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

তিনি বাংলাদেশ রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি, রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন কার্যকরী সভাপতি ও ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।