কেশরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

আপডেট: জুন ৪, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ


মোহনপুর প্রতিনিধি :


মোহনপুরের কেশরহাট পৌরসভার এলাকার প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪জুন) সকালে কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করেন কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ।

উপজেলা প্রাথমিক সহকারি প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার কোহিনুর আক্তারের সভাপতিতে¦ বক্তব্য দেন কেশরহাট সরকারি প্রাথমিক দিবদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী, কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা খাতুন, নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আহম্মেদ, সাঁকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, তিলাহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহার আলী, হরিদাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী, বাকশৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম, গোপইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপা মন্ডল, নাকইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন এবং কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল জব্বার প্রমূখ।

অন্যদিকে বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহনপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার উদ্বোধন করা হয়। কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান পৌর এলাকার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড়দের মাঝে একটি করে ফুটবল এবং খাবার স্যালইনসহ পানি সরবরাহ করেন।