গাজায় ইসরায়েল-হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে

আপডেট: নভেম্বর ২৪, ২০২৩, ৫:৫৭ অপরাহ্ণ

 

সোনার দেশ ডেস্ক :


ফিলিস্তিনের হামাস শাসিত ছিটমহল গাজায় ৭ সপ্তাহ ধরে চলা আসা যুদ্ধের সাময়িক বিরতি হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) গাজার স্থানীয় সময় ৭টার দিকে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যে বহু কাক্সিক্ষত যুদ্ধবিরতি শুরু হয়, যা চলবে পরবর্তী চার দিন।

এই যুদ্ধবিরতির মধ্যে প্রতিবেশী মিশর থেকে রাফাহ গাজা ভূখণ্ডে অতিরিক্ত ত্রাণ সরবরাহ শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিকালে গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলি নারী ও শিশুসহ ১৩ জনকে মুক্তি দেয়া হবে।

প্রত্যাশা করা হচ্ছে, ইসরায়েলও তাদের কারাগারে বন্দি কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেবে।
শুক্রবার মিশর থেকে গাজায় ত্রাণবাহী ২শো ট্রাকের পাশাপাশি এক লাখ ৪০ হাজার লিটার জ্বালানি এবং গ্যাস ভর্তি অন্তত ৪টি লরি প্রবেশ করার কথা আছে। প্রত্যক্ষদর্শী পর্যবেক্ষকরা জানিয়েছেন, যে পরিমাণ জ্বালানি দরকার
গাজার যুদ্ধক্লান্ত ২৩ লাখ বাসিন্দার তার তুলনায় এটি অপ্রতুল।
তথ্যসূত্র: বিডিনিউজ