গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার বাহার আলীর দাফন সম্পন্ন

আপডেট: মে ৪, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ


গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বীরমুক্তিযোদ্ধা বাহার আলী আলী আর নেই। শনিবার (৪ মে) ভোর ৫ টায় উপজেলার আলিনগর ইউনিয়নের দিয়াড়াপাড়া গ্রামের নিজ বাসভবনে মারা যায়। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি গোমস্তাপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালামের বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ওইদিন বিকেল সাড়ে ৫টায় আলিনগর দাখিল মাদ্রাসা সংলগ্ন বাইরুল ইসলামের আমবাগানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার,বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা মাহাতাবুল আলম নুরী, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, তরিকুল ইসলাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদসহ অনেকে। জানাজাপূর্বে গোমস্তাপুর থানার পুলিশে একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। জানাজা শেষে আলিনগর দিয়াড়াপাড়া গোরস্থানে দাফন করা হয়।