গোমস্তাপুরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও সমাবেশ

আপডেট: মে ৬, ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বেলা ১১ টায় রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি কলেজের বটতলা থেকে বের হয়ে কলেজ অধ্যক্ষ সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কলেজ শাখার সভাপতি দুরুল হোসেন ও সাধারণ সম্পাদক মোরসালীন হকসহ অন্যরা। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। পরে জাতীয় পতাকার সঙ্গে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ