গোমস্তাপুর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

আপডেট: মার্চ ১৪, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:গোমস্তাপুর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং করার সময় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার রহনপুর পৌর এলাকার খোয়াড়মোড়,কলেজ মোড় ও স্টেশন বাজারে এই মনিটরিং করা হয়।

গোমস্তাপুর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এ সময় দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বেশি দামে খেজুর বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ এবং ৩৮ ধারায় দুইজন ব্যবসায়ী ২হাজার ও ৪ হাজার টাকা অর্থদণ্ড দেন তিনি। এ ছাড়া অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।