চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীনের পূজা মন্ডপ পরিদর্শন

আপডেট: অক্টোবর ২৩, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। সোমবার (২৩ অক্টোবর) বিকেল থেকে রাত ৭টা পর্যন্ত জেলা শহরের প্রতাপ চন্দ্র দাস দূর্গামন্দির, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির, বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দূর্গা মন্দির, বটতলাহাটে দূর্গামন্দির, হুজরাপুরের ঝংকার সংঘসহ অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আগত ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় বলেন, বাংলাদেশ একটি অসাস্প্রদায়িক দেশ। নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় উৎসব পালনে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্যলীগের সভাপতি এ্যাডভোকেট রবিউল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ প্রমুখ।