চারঘাটে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:


চারঘাটে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে উফসী আউস ধান,পাট ও গ্রীস্মকালীন পেয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বুদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেও মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র আলোচনা সভা ও বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপ-পরিচালক কৃষি অধিদপ্তর (অবঃসর প্রাপ্ত) বজ্রহরি দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা প্রানি সম্পদ ভেটেরিনারি সার্জেন ডা. ওয়াসিম আকরাম, জেলা আওয়মীলীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান,চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু,সহ সভাপতি ওবায়দুল ইসলাম রবি উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক সদস্যবৃন্দ। সবশেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ হাজার ৪শত ৬০ জনকে পাটের বীজ ও ৩ শত ৫০ জনকে উফসী আউস ধান বীজ বিতরন করেন ইউএনও সাইদা খানম।