জব্দকৃত ইরানি অস্ত্র ইউক্রেনে পাঠালো যুক্তরাষ্ট্র

আপডেট: এপ্রিল ১০, ২০২৪, ১:২৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের জব্দকৃত অস্ত্র। ফাইল ছবি: সিএনএন

সোনার দেশ ডেস্ক:ইউক্রেনের পদাতিক সেনাদের জন্য হাজার হাজার আগ্নেয়াস্ত্র ও পাঁচ লাখ রাউন্ডের বেশি গুলি কিয়েভে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এক বছরের বেশি সময় আগে এসব জব্দ করেছিল দেশটি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে এসব অস্ত্র পাঠিয়েছিল ইরান। মঙ্গলবার (৯ এপ্রিল) মার্কিন সেনাবাহিনি বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স এ খবর জানিয়েছে।
গেল সপ্তাহে পাঠানো এসব সামরিক অস্ত্র ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক সহযোগিতা। রাশিয়ার দখল করা ভূখণ্ড পুনরুদ্ধারে লড়াই করছে কিয়েভ।

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগ আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের নতুন নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব ভোটে তুলতে অস্বীকৃতি জানান স্পিকার।

সহযোগিতা প্যাকেজ আটকে যাওয়ার ফলে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতিতে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনি। বিশেষ করে ভারী কামানের গোলার সংকট তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা ইউক্রেনকে অস্ত্র সরবরাহে নতুন নতুন পথের খোঁজের রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মার্কিন সেনাবাহিনির সেন্ট্রাল কমান্ড বলেছে, ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে যে পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে তা ইউক্রেনের একটি ব্রিগেডকে অস্ত্রে সজ্জিত করার জন্য পর্যাপ্ত।

ইউক্রেনের একটি পদাতিক ব্রিগেডে সাধারণ সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার সেনা থাকে। তবে নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন জানিয়েছে, যে অস্ত্র ও গোলাবারুদ আমাদের কখনও ছিল না তা নিয়ে আমরা মন্তব্য করতে পারি না।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, কিয়েভে পাঠানো অস্ত্রের মধ্যে রয়েছে ৫ হাজারের বেশি একে-৪৭ রাইফেল, মেশিন গান, স্নাইপার রাইফেল এবং রকেটচালিত গ্রেনেড এবং ৫ লাখ রাউন্ডের বেশি গুলি।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ