জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ শুকুর জর্দা কারখানা ভবন

আপডেট: মে ৫, ২০২৪, ১১:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীর কুমারপাড়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে শুকুর জর্দা কারখানার ভবনটি। দীর্ঘদিনের পুরানো এই ভবনটি কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পেছনে অবস্থিত। অতি পুরানো ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় ভবনটি দ্রুত অপসারণ না করা গেলে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
জানা গেছে, কারখানাটিতে এখন আর উৎপাদন হয় না। তিন তলা বিশিষ্ট পুরানো ভবনটির নিচের তলায় রয়েছে বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠান। জরাজীর্ণ ভবনটি ভেঙে ফেলার দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানায়, ভবনটি বহু পুরানো। দীর্ঘদিন কোনো সংস্কারের কাজ হয়নি। ভবনটি দ্রুত সময়ের মধ্যে অপসারণ না করা গেলে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, বিল্ডিংটা দেখেছি। তবে পুরোনো হলেই যে ঝুঁকিপূর্ণ বিষয়টি তা না। আবার হতেও পারে ঝুঁকিপূর্ণ। শুধু ওই বিল্ডিং নয়, শহরের অনেক নতুন ভবন তৈরি হয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ। সেই ভবনগুলোতে আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের যে ধরনের সুযোগ থাকা দরকার তা নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ