জাহানারা জামান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ট্রফি প্রদান করেন কাউন্সিলর কামরু

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে রাসিক ৫নং ওয়ার্ডে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিবষটি উপলক্ষে ৫নং ওয়ার্ড কাউন্সিলরের বর্ণাঢ্য আয়োজনের মধ্য পালিত হয় ৫২ তম মহান বিজয় দিবস। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টায় বীর মুক্তিযোদ্ধ (সম্মুখ যোদ্ধা) নুরুল হক কালু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ওয়ার্ড আওয়ামী লীগ সাঃ সম্পাদক তানজির হোসেন দুলাল, অবঃ অধ্যক্ষ পারভেজ আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মহান বিজয় দিবসে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড্ডয়ন, আলোচনা সভা ও সকল শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কার্যক্রমের অংশ হিসেবে মহিষবাথান, ভাটাপাড়া ও রাজপাড়া মহল্লায় দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগীতা (কবিতা আবৃতি, চিত্রংকন, সাঁতার, দৌড়, মোরগ লড়াই, হাঁড়ি ভাঙ্গা, পুকুরে হাঁস ধরা, যেমন খুশি তেমন সাজো) অনুষ্ঠিত হয়। বিকালে শহীদ এএইচএম কামারুজ্জামান এর সহধর্মিনী জাহানারা জামান স্মৃুতি উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন সভাপতি ও সত্ত্বাধিকারী, দেশ ট্র্যাভেলস বজলুর রহমান রতন, দিগন্ত প্রসারী সংঘ, সাংগঠনিক সম্পাদক, আলহাজ¦ নুরুল হক, সভাপতি গভর্নিং বডি কোর্ট কলেজ মনোয়ার হোসেন সেলিম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর কামরু বলেন, মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ