জেলাভিত্তিক কিশোরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: মে ২৫, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে জেলাভিত্তক কিশোরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৩৭ কিশোরী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। যাদের বয়স ১২ থেকে ১৩ বছর। এরা সবাই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীর।
কিশোরীদের ফুটবলে টেনে ব্যতিক্রমী যৌথ উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ। শনিবার (২৫ মে) নগরীর রেলওয়ে মাঠে এই প্রশিক্ষণ শুরু হয়। অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদফতরের পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপত্বি করেন রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। অতিথি থেকে বক্তব্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, নওগাঁ জেলা ক্রীড়া অফিসার মাহমুদজামান, রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান।

আয়োজকরা জানান, কিশোরীদের এই প্রশিক্ষণ তিন মাসব্যাপি হবে। মোট ১২টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এখান থেকে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করা হবে। উদ্বোধন শেষে কিশোরীদের মাঝে ফুটবল সামগ্রী বিতরণ করা হয়

এ বিভাগের অন্যান্য সংবাদ