ডমিনিকান রিপাবলিকে ঝড় ও প্রবল বৃষ্টিতে ২১ জনের মৃত্যু

আপডেট: নভেম্বর ২০, ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ

 

সোনার দেশ ডেস্ক :


ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবারের প্রবল বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ঘরবাড়ি জলমগ্ন হয়, সড়ক ও সেতুর ক্ষতিহয়, অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, ১৩ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছে।
পুলিশ জানায়, শনিবার প্রবল বৃষ্টির মধ্যে একটি সড়ক টানেলের দেয়াল ধসে কয়েকটি গাড়ির ওপর পড়লে ৯ জনের মৃত্যু হয়। রাজধানী সান্তো ডমিঙ্গোর এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ঝড় ও বৃষ্টিতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে তিন শিশু রয়েছে।

মৃতদের মধ্যে চ৪ জন যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী হাইতির ৩ জন নাগরিক রয়েছে বলে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে।
সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তা দিয়ে দ্রুত বেগে বয়ে যাওয়া পানি অনেক গাড়ি ভাসিয়ে নিচ্ছে, বাড়িগুলোর নিচ তলা পর্যন্ত ডুবে আছে।
তথ্যসূত্র: বিডিনিউজ