তানোরে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট: জুন ২৭, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ


তানোর প্রতিনিধি:


রাজশাহীর তানোরে বে-সরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেন্ট চেঞ্জ প্রজেক্ট গ্রাউন্ড’ (ইসিসিইসিপি-গ্রাউন্ড) প্রকল্প অবহিতকরণ সভা আয়োজন করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসকেএফ এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও মুক্ত আলোচনা করেন সহকারী প্রকল্প সমন্বয়কারী (মনিটরিং এ্যান্ড ইনভালুয়েশন) ইসিইসিসিপি-ড্রাওট,পিকেএসএফ ড, মোঃ ফিরোজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক এসকেইএস ফাউন্ডেশন খন্দকার জাহিদ সারওয়ার এবং প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প ফোকাল বাহারান খাঁন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তানভির রেজা ও সোনীয়া সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)এটিএম কাওছার আলী, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,
শিক্ষা-কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, চাঁন্দুড়িয়া ইউপি-চেয়ারম্যান মজিবুর রহমান এবং কামারগাঁ ইউপির প্যানেল-চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিক প্রমুখ।