তানোর পোস্ট অফিসে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও II মাস্টার নিঃস্ব হয়ে পোস্ট অফিসেই আত্মহত্যার চেষ্টা পারুলের!

আপডেট: মে ২৩, ২০২৪, ১১:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর তানোর পোস্ট অফিসের পোস্ট মাস্টার গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করে আত্মগোপন করেছেন।
রাজশাহী জেলার তানোর উপজেলার গোকুল গ্রামের মৃত এনামুল হাসান রনির স্ত্রী পারুল বেগমেরও ২ লাখ টাকা আত্মসাত করা হয়েছে। নিজের জমানো টাকা হারিয়ে পোস্ট অফিসে ধর্ণা দিচ্ছেন পারুল। এবার অফিসে এসে আত্মহননের চেষ্টা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১ টার দিকে কান্না করতে করতে বর্তমান পোস্ট মাস্টারের কাছে টাকার বিষয়ে জানতে আসেন তিনি। কিন্তু কোনো সদ্দুত্তর না পেয়ে সেখানেই আত্মহননের চেষ্টা করেন।
পারুল বেগম বলেন, পাঁচ বছর সাত মাস হলো ২ লাখ টাকা রেখেছি। পুরো টাকাই গায়েব। আমার স্বামী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। এতিম বাচ্চা আছে। মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়ে ছয় মাসের গর্ভবতী। আমার ১টা বাচ্চা রয়েছে। আমি নভেম্বর মাসে টাকা পাব বলে ডিসেম্বর মাসে জামাই- মেয়েকে ১ লাখ টাকা দেয়ার কথা বলি। ছয় মাস থেকে ঘুরছি। তারা আজ আসও, কাল আসও বলে ঘুরাচ্ছে। আমি কী করব?

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তানোর পোস্ট অফিসে পারুল বেগমসহ আরও ৩০০ গ্রাহকের জমাকৃত টাকা আত্মসাৎ করেছে তৎকালীন পোস্ট মাস্টার। সেই টাকার বিষয়ে জানতেই দিনের পর দিন পোস্ট অফিসে ঘুরেছেন পারুল বেগম। এর আগেও তিনি তানোর পোস্ট অফিসে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। একইভাবে বৃহস্পতিবারও আত্মহত্যার চেষ্টা করেন পারুল। এসময় লোকজন তাকে আটকে দেয়। পরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় তানোর পোস্ট অফিসের লোকজন তাকে রাজশাহী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে যাওয়ার জন্য বলেন। তারপরে পোস্ট অফিসের কর্মীরা পারুল বেগমসহ আরও কয়েকজন ভুক্তভোগিকে রাজশাহীতে নিয়ে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলান।

এ বিষয়ে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমাদের অভ্যন্তরীণ তদন্তে ওই পোস্ট মাস্টারের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের বিষয়টি পেয়েছি। এর বাইরেও ভুক্তভোগী আসছেন। টাকার অংক বাড়ছে। আর এসব অভিযোগের কারণে ওই পোস্ট মাস্টারকে গত ১৩ মার্চ সাময়িক বহিষ্কার করা হয়। বিষয়টি এখন দুদকের হাতে চলে গেছে। তারা আইনি ব্যবস্থা নিবে। এরপর আদালত যে রায় দিবে সে অনুযায়ী ব্যবস্থা হবে। এখন এ প্রক্রিয়ার বাইরে গ্রাহকের টাকা ফেরত দেয়া সম্ভব না। বিষয়টি ভুক্তভোগীদের বুঝতে হবে।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত-কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, থানায় খবর দিলে পুলিশ পাঠানো হয়েছে। পরে ওই নারীকে তানোর পোস্ট অফিস’র কর্মীরা রাজশাহী ডাক বিভাগ অফিসে যেতে বলেন। এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।