তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আপডেট: মার্চ ৯, ২০২৪, ১:০৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেক্স :সারাদেশে সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হবে। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়বে। এছাড়া বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শনিবার (৯ মার্চ) ভোর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্যই জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, আগামী তিনদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতও থাকতে পারে। রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃষ্টি ও বজ্র সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ বিভাগের অন্যান্য সংবাদ