তৃতীয় দফায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে গুরুদাসপুরে ৪ ও বড়াইগ্রামে ৭ জন প্রার্থী

আপডেট: মে ৪, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ

আবুল কালাম আজাদ:


দেশব্যাপি অনুষ্ঠিত উপজেলা নির্বাচন কমিশনের ঘোষিত তপসিল মোতাবেক আগামি ২৯ মে তৃতীয় দফায় গুরুদাসপুর উপজেলায় ৪জন ও বড়াইগ্রাম উপজেলায় ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বড়াইগ্রাম উপজেলায় একজন প্রার্থী সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগ্নে। গুরুদাসপুর উপজেলায় মহিলা দলের ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন ।

গুরুদাসপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন নাটোর জেলা আ’লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লা, আ’লীগ নেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, মশিন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধনসহ ৪ জন।।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক একাধিকবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো, আলাল শেখ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রিন্স ও আ’লীগ নেতা শরিফুল ইসলামসহ ৩ জন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা দলের সভাপতি বিএনপি নেত্রী মোছা. রোকসানা আকতার লিপি ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আকতার মিতা।

বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সুদান আ’লীগের সভাপতি প্রবাসী মো. আনিসুর রহমান আনিস, বড়াইগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বাবলু, নাটোর জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম ফারুক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান সাংসদ ডা. সিদ্দিক পাটোয়ারীর ভাগিনা মো. জামাল উদ্দিন মিয়াজী এবং রাজ মিস্ত্রিী আওয়ামীলীগ সমর্থক মো. ইউসুফ সিদ্দিক।

উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জনমনোনয়ন পত্র দাখিল করেছেন মোঃবেলাল পাটোয়ারী ও মোঃ রেজাউল করিম ভুট্টু সহ ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. চামেলী বেগম, মোছা. শিউলী বেগম, মোছা. আনিসা বিলকিস ও মোছা. আঞ্জয়ারা বেগম সহ ৪ জন।।

ঘোষিত তপসিল মোতাবেক ২ মে বৃহস্পতিবার অনলাইনে মনোনয়নপত্র দাখিল । ৫ মে রোববার মনোনয়ন বাছাই। ৬-৮ মে সোম- বুধবার আপিল। ৯-১১ মে বৃহস্পতি-শনিবার আপিল নিস্পত্তি। ১২ মে রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ১৩ মে সোমবার প্রতিক বরাদ্ধ। ২৯ মে বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।