দহন

আপডেট: মে ১৭, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ

জিললুর রহমান


পোড়া ঘরে লোক ডুবে যায় ঘুমে
ভোলে সংসার নীরব নিঝুমে

পুড়ে যাওয়া বুকে দগদগে ক্ষত
গাজা প্রান্তর রক্ত বাহিত

ঘরের ভেতরে জমে আছে ধোঁয়া
বিপন্ন শ্বাস বিদঘুটে হাওয়া

আগুনের শিখা তাড়া করে ফেরে
আকাশদীর্ণ গোলা-বোমা পড়ে

কি ক্ষতি লুপ্ত হলে সভ্যতা?
জানি যুগে যুগে ধ্বংসের কথা!

লুপ্ত সিন্ধু মহেঞ্জেদারো
মিশর ট্রোজান গ্রিক কত আরও

পুড়ে যাওয়া ঘরে পোড়ে শত স্মৃতি
সাথে শিশু আর নারীদের প্রীতি