দ্বিতীয় বিভাগ ক্রিকেটে তিন রানে জয়ী এমএস অ্যাভেঞ্জার

আপডেট: জুন ২৬, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


শেখ রাসেল দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের সুপার লীগ পর্বের দুটি খেলা অনুষ্টিত হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় বুধবার (২৬জুন) অনুষ্টিত খেলায় এমএস অ্যাভেঞ্জার ৩ রানে হারিয়েছে লডর্স ক্রিকেট কোচিং সেন্টারকে। টস জয়ী অ্যাভেঞ্জার ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১১২ রান। দলের পক্ষে সর্বোচ্চ সবুজ ৫৯ রান করেন। বিপক্ষে নোবেল ২৪ রানে ৪টি ও অপু ১২ রানে ২টি উইকেট নেন। জবাবে লডর্স ক্রিকেট কোর্চিং সেন্টার ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১০৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির ৩৩ ও লিমন ১৯ রান করেন। বিপক্ষে তাসনিম ১৬ রানে ৩টি ও সবুজ ১৬ রানে ২টি উইকেট নেন। এস এম এভেঞ্চারের আশিকম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়।

দিনের অন্য খেলায় নওদাপাড়া স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে হারিয়েছে নর্থবেঙ্গল স্পোর্টিং ক্লাবকে। টস জয়ী নর্থ বেঙ্গল ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ৯৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ফাহিম ৩২ ও নিশাত ১৯ রান করেন। জবাবে নওদাপাড়া স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৯৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাব্বির ২৯ ও গালিব ২৮ রান করেন। বিপক্ষে দিপু ১৬ ও শান্ত ১৩ রানে ১টি করে উইকেট নেন। নওদাপাড়ার গালিব ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়। উভয় দলের খেলো ম্যান অব ম্যাচ নির্বাচিত হলে তাদের হাতে পুরস্কার তলে দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল। এ সময় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ ফারুক উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ