ধামইরহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

আপডেট: জুলাই ২, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:


ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম মাজেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, পরিবার কল্যাণ কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের জানান- ২০২৩-২৪ খরিপ -২/ ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র- প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলার ৮ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার মোট ১ হাজার ৯ শত কৃষকের মাঝে ১০ ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৫ কেজি করে ধান বিতরণ করা হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করতে ইউএনও আসমা খাতুন কৃষকদের প্রতি আহ্বান জানান।