নওগাঁয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ৭:২২ অপরাহ্ণ


নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর মান্দায় দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৬বালকদের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) উপজেলার শুকুর উদ্দীন মোল্লা স্কুল মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগীতায় কমলা দল ৪৭-৫০ পয়েন্টে লাল দলকে পরাজিত করে বিজয়ী হয়। প্রতিযোগীতায় ৪টি দলের ৬০জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে প্রতিযোগীতা শেষে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ। এসময় গ্রামবাংলার হারিয়ে যাওয়া খেলার প্রতি শিক্ষার্থী ও বর্তমান প্রজন্মকে আগ্রহী করতে এমন প্রতিযোগীতার বেশি বেশি আয়োজন করার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন অতিথিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ