নওহাটায় আর্থিক অনুদানের চেক বিতরণ করেন পৌর মেয়র হাফিজ

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নওহাটা পৌরসভার উদ্যোগে ১৯ জন দুস্থ ও অসহায় রোগীদের সু-চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

আর্থিক অনুদানের চেক পেয়ে নওহাটা পৌর এলাকার বৃদ্ধা দেদার আলী আনন্দ প্রকাশ করেছেন। তিনি চিকিৎসার জন্য ৫ হাজার টাকা পেয়েছেন। তাই নওহাটা পৌরসভার মেয়রের দীর্ঘায়ু কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার কাউন্সিলর দিদার হোসেন ভুলু, কাউন্সিলর আজিজুল হক, কাউন্সিলর মাসুদ পারভেজ, কাউন্সিলর নাজিম উদ্দিন মোল্লা, কাউন্সিলর মোকলেসুর রহমান, কাউন্সিলর আবু বাক্কার, কাউন্সিলর আবু সুফিয়ান, কাউন্সিলর হাবিবুর রহমান, কাউন্সিলর আফতাব উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আসমা বেগম, রেশভানু বেগম, রাশেদা বেগম, পৌরসভার সচিব মিজানুর রহমান, হিসাবরক্ষক নাসির হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ