নওহাটা পৌরসভার উদ্যোগে হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী শিশু সুমন

আপডেট: মে ২৩, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নওহাটা পৌরসভার উদ্যোগে মহানন্দখালী এলাকার প্রতিবন্ধী শিশু সুমনকে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। হুইল চেয়ারে বসতে পেরে হাসি ফুটেছে প্রতিবন্ধী শিশু সুমনের মুখে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে নওহাটা পৌরসভা কার্যালয়ে এই প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ারটি উপহার দেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

জানতে চাইলে নওহাটা পৌর মেয়র জানান, নওহাটা পৌরসভার ১নং ওয়ার্ডের মহানন্দাখালী গ্রামের টুলুর ছেলে সুমন দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় চলাচল করতে পারছিল না। পরিবারটি অসচ্ছল হতদরিদ্র হওয়ায় একটি হুইল চেয়ার কিনার সামর্থ্য ছিল না। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আজকে পৌর সভার রাজস্ব তহবিল থেকে একটি হুইল চেয়ার উপহার দেয়া হয়েছে।

হুইল চেয়ার পেয়ে সুমন পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টাকার অভাবে দীর্ঘদিন যাবত চলাচল করতে পারছিলাম না। হুইল চেয়ারটির দ্বারা আমি এখন নিজে নিজে চলাচল করতে পারবো। হুইল চেয়ারটি আমার অনেক উপকারে লাগবে। আমি মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।