নগরীতে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ২৪ জন জুয়াড়ি আটক, জুয়ার সরঞ্জাম ও ৪ টি মটরসাইকেল জব্দ

আপডেট: জুন ১৫, ২০২৪, ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল শনিবার (১৫ জুন) রাত ৪০ মিনিটের দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষ¥ীপুর কাচাঁ বাজারস্থ বাসা নং-৪৪৫ এর ক্লাব ঘরের ভিতরে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ২৪ জনকে আটক করে। ধৃতদের কাছ থেকে প্লেয়িং কার্ড ৬ সেট, ৫২ টি বিভিন্ন রঙের তাস, নগদ ৪ লাখ ১০ হাজারে ৪৩৫ টাকা, ১ টি HP ল্যাপটপ এবং ১ টি acer মডেলের ল্যাপটপ উদ্ধার করা হয়।
ধৃত আসামীগণ ১। মোঃ আলী হাসান তুষার (৩৩), পিং- মৃত মোহাম্মদ আলী পান্না, মাতা- মৃত আছমা বেগম, সাং- চন্ডীপুর,২।

মোঃ মমিন (৩৫), পিতা- মৃত ইসমাইল আলী, মাতা- আমেনা বেগম, সাং-দাশপুকুর, ৩। মোঃ রফিকুল ইসলাম(৫২),পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- মৃত মমতাজ বেগম, সাং-লক্ষীপুর ভাটাপাড়া, ৪। মোঃ ইনজামুল হক (২৪), পিতা- মোঃ আক্তার হোসেন, মাতা- মোছাঃ কাজল আক্তার, সাং- চন্ডীপুর, ৫।মোঃ সেলিম রহমান (৫২), পিতা- মৃত ফজলুর রহমান, মাতা- মৃত মজিদুন্নেছা, সাং- লক্ষ্মীপুর ভাটাপাড়া, ৬। রাকিব এহসান সৌরভ (২৭), পিং-মোঃ মুজদার আলী, মাতা-মোছাঃ রিনা বেগম, সাং-চন্ডীপুর, ৭। মোঃ শফিকুল ইসলাম (৪০), পিং- মৃত ইলিয়াছ, মাতা- মোছাঃ সালমা বেগম, সাং- লক্ষ্মীপুর, ৮। মোঃ এনায়েত উল্লাহ খান (৪৫), পিং-মৃত হোসেন খান, মাতা- মোছাঃ সামসুন্নাহার, সাং-চন্ডীপুর, ৯। মোঃ মাসুম আহম্মেদ (৪৮), পিং-মৃত একেএম সাইদুল ইসলাম, মাতা-জেসমিন আরা বেগম, সাং-লক্ষীপুর, ১০।

মোঃ জুলফিকার হোসেন (৪৩), পিতা-মৃত আহম্মেদ হোসেন, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং-কাজী হাটা, ১১। মোঃ রেন্টু (৩৫), পিং-গোলাম নবী, মাতা-রেণু বেগম, সাং-ভাটাপাড়া, ১২। মোঃ সজল গাজী (৩২), পিং-মৃত সুলতান গাজী, মাতা- মোছাঃ হেলেনা বেগম, সাং- কাজীহাটা, ১৩। মোঃ সেলিম (৪৪), পিং- মোঃ জালাল শেখ, মাতা- মোছাঃ সুফিয়া বেগম, সাং- কাজী হাটা, ১৪। মোঃ জাহিদুল ইসলাম (৪৮), পিং- শহিদুল ইসলাম, মাতা- মোছাঃ জয়নব, সাং- চন্ডীপুর,১৫।

মোঃ সুজন আলী (৪০), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা- মৃত সাহানা বেগম, সাং-বুলনপুর, সকলের থানা- রাজপাড়া, রাজশাহী মহানগর, ১৬। মোঃ আব্দুস ছাত্তার (৫৮), পিং- মৃত গোলাম হোসেন, মাতা- মৃত তহুরা বেগম, সাং-পদ্মা আবাসিক, থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর,১৭। মোঃ নাসির উদ্দিন (৩৬), পিং-মৃত কাজিমুদ্দিন, মাতা- মোছাঃ নাদিরা বেগম, সাং-বাতাস মোল্লা, থানা- কর্ণাহার, রাজশাহী মহানগর, ১৮। মোঃ মিনহাজ (৩৫), পিং-মৃত মুজাহিদ হোসেন, মাতা- মনোয়ারা বেগম, সাং-বড়গ্রাম রানীদিঘী, থানা- কাশিয়াডাঙ্গা, রাজশাহী মহানগর, ১৯। মোঃ আব্দুল হাদি (৩৫), পিতা- মৃত আকরাম আলী, মাতা- মর্জিনা বেগম, সাং- কাটাখালি বাজার, ২০। মোঃ সেলিম রেজা (৩৭), পিং- মোহনলাল আলী, মাতা- মোছাঃ আজিজন বেগম, সাং-টাঙ্গুইন, ২১। মোঃ রবিউল ইসলাম (৪৪), পিতা- মৃত মহসীন আলী, মাতা- মোছাঃ মিরা বেগম, সাং- দালাল পাড়া, সকলের থানা- কাঁটাখালী, রাজশাহী মহানগর, ২২। মোঃ চারু (৩২), পিং- মৃত আবু বক্কর সিদ্দিক, মাতা- মোছাঃ রাহেলা বেগম, সাং-ষষ্টীতলা, ২৩।

মোঃ মাহবুব আলম (৪০), পিং-হুমায়ুন কবীর, মাতা- মৃত আয়শা বেগম, সাং- কাদিরগঞ্জ আমবাগান, উভয়ের থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগর,২৪। মোঃ হাবিবুর রহমান (৪৯), পিং- মৃত খলিলুর রহমান, মাতা- হাবিবা বেগম, সাং- বড় বনগ্রাম, থানা-শাহমখদুম, জেলা- রাজশাহীদ্বয়‘কে গ্রেফতার করে।
ধৃত আসামীগণ ও পলাতক আসামীর বিরুদ্ধে রাজপাড়া থানা, একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ