নগরীতে ড্রেন থেকে গলিত মরদেহ উদ্ধার

আপডেট: মে ২২, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে অজ্ঞাত পরিচয়ে একটি ড্রেন থেকে গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাত আটটার দিকে রাজশাহী নগরীর নগরপাড়া এলাকা থেকে মরদেহটি রামেক হাসপাতলের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন। তিনি জানান, নগরপাড়া এলাকায় কয়েকজন শিশু খেলা করছিল। তাদের মধ্যে থেকে একজন কঙ্কাল সদৃশ্য বস্তু দেখতে পাই। এরপর তারা বড়দের ডেকে নিয়ে আসে। স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে কয়েক সপ্তাহ আগের। এখন আর অর্ধগলিতও না। এখন শুধু হাড়গুলো আছে। যা কঙ্কালে পরিণত হয়েছে। আর যে ড্রেনে পাওয়া গেছে ড্রেনটি বড় ও গভীরতাও অনেক। নারী নাকি পুরুষ তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ড কিনা সেটাও তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ