নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট: জুন ১৬, ২০২৪, ১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামি শাহ আলম (২৩) নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকার আব্দুল হকের ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি শাহ আলমের বিরুদ্ধে এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মতিহার থানায় মুলতবি ছিল। আসামি শাহ আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। শনিবার (১৫ জুন) রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শাহ আলম তার বাড়িতে অবস্থান করছে।

মতিহার থানার একটি টিম শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি শাহ আলম তার বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ