নগর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট: জুন ১৬, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বর্ধিত সভা শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৭:৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সদস্য হাবিবুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, আব্দুস সালাম, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) ও জাতীয় নেতা শহিদ এ.এইচ.এম কামারুজ্জামান এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি সমূহে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সকল স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সিটি মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের ভাবমূর্তি নষ্ট ও রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় করার জন্য কিছু কুচক্রী মহল হীন প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের এহেন অপপ্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হুশিয়ার করে বলতে চাই ভবিষ্যতে এই ধরনের নোংরা অপপ্রচার আমরা কোনোভাবেই মেনে নিবো না, সাংগঠনিক ভাবে এর দাঁত ভাঙ্গা জবাব দিবো।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ আ জাহিদ, সদস্য নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, সৈয়দ হাফিজুর রহমান বাবু, এ্যাড. শামীমা আখতারী, বাদশা শেখ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, কে এম জুয়েল জামান, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনার, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ