নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠান ও এর প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশনের গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ২:৩২ অপরাহ্ণ


প্রেস বিজ্ঞপ্তি :নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠান ও এর প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশনের গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি, ২০২৪) রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস।

এনবিআইইউ আইকিউএসি আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুর রশিদ সরকার।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমানসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. আব্দুল কুদ্দুস।

এ বিভাগের অন্যান্য সংবাদ