নাটোরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্র্থীরা

আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ


নাটোর প্রতিনিধি:


আগামী ৮ মে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় প্রচার-প্রচার ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্ধের পর থেকেই ভোটারদের নিকট ভোট প্রার্থীনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চলমান তীব্র তাপদাহের কারণে সারাদিন ভোটের মাঠে গণসংযোগে প্রার্থীদের দেখা না গেলেও বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হাট-বাজার, চায়ের স্টল, পাড়া মহল্লায় ভোট প্রার্থনা করছেন তারা। তাপদাহের কারণে সারাদিন কেবল মাইকে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে ভোট যুদ্ধে প্রার্থীরা সরব থাকলেও ভোট নিয়ে সাধারণ ভোটারদের মনে কোন আগ্রহ নেই। পূর্বে তৃণমুলের নির্বাচন গুলোতে ভোটারদের সরব অংশগ্রহণ, উৎসাহ-উদ্দীপনা নেই ভোটের মাঠে। চা স্টল, হাটে বাজারে ভোট নিয়ে নেই কোন জল্পনা কল্পনা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৮ মে জেলার নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় প্রথম ধাপের উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে গত ২৩ এপ্রিল সিংড়া উপজেলায় দেলোয়ার হোসেন পাশাকে বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা চেয়ারম্যান ঘোষনা করে নির্বাচন কমিশন। সিংড়া উপজেলায় কেবল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রধম ধাপের নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় ১৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতায় করছেন।

নাটোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তারুল ইসলাম আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন মিলন, সাবেক ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ হিরা। এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, আব্দুল্লাহ আল সাকিব (বাকি), আফছার আলী প্রামাণিক, আব্দুর রাজ্জাক (ডাবলু), আমিরুল ইসলাম, শরিফুর রহমান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, কামরুন্নাহার কাজল, শেফালী আক্তার।

এছাড়া, নলডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১০ জন। উপজেলা নির্বাচন কার্যালয়ের দেওয়া তথ্য মতে নলডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান প্রতিদ্বন্দিতায় নেমেছেন আব্দুল আলীম, তৌহিদুর রহমান লিটন, আসাদুজ্জামান আসাদ, এস এম ফিরোজ ইঞ্জিনিয়ার আহমদ আলী শাহ, জুয়েল ইমাম, সরদার আফজাল হোসেন, জিল্লুর রহমান, রবিউল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, আকতার হোসেন, খালেদ মাহমুদ, রুবেল আহমেদ, রায়হান তানভীর, সেলিম রেজা। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, রিনা পারভীন, মহুয়া পারভিন লিপি, রেনুকা হুজুর, সাবিনা ইয়াসমিন, মাসুদা পারভিন।