নাটোর মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশ

আপডেট: মার্চ ২১, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার প্ররোচনা দেওয়ার ঘটনায় নাটোরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ মহিলা পরিষদ ‘নাটোর’ এর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মহিলা পরিষদের শহরের উপর বাজারস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর সাংগঠনিক জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা বসাক, সহ-সভাপতি মায়াপাল, সাধারণ সম্পাদক সীমা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহানা আফরোজ শিল্পী, লিগ্যাল এইডস সম্পাদক বিজলী রেজা, প্রচার সম্পাদক শেফালী রানী, সংগঠন সম্পাদক মাসুদা পারভীনসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ ও সুধীজনসহ বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশে বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও ছাত্র রায়হান সিদ্দিকী আম্মানের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক বিচার করার দাবি করেন। ভবিষ্যতে যাতে বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সচেতন হওয়ারও তাগিদ দেন বক্তারা। এছাড়া হাইকোর্টের রায় অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স সক্রিয় করার জন্য আহ্বান জানানো হয়।