নিরাপত্তার জন্য বেনাপোলসহ সোমবার পর্যন্ত পাকশী বিভাগের তিন ট্রেন চলবে না

আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ৩:০০ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


নাশকতা ও নিরাপত্তাজনিত কারণে রেলওয়ের পাকশী বিভাগের তিনটি ট্রেন সোমবার (৮ জানুয়ারি) পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান।

বন্ধ রাখা ট্রেন তিনটি হলো- পাবনার ঢালার চর থেকে রাজশাহী পর্যন্ত চলাচলরত আন্তঃনগর ঢালার চর এক্সপ্রেস, সিরাজগঞ্জ-ঢাকা রুটের সিরাজগঞ্জ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোলের মধ্যে চলাচলরত বেনাপোল এক্সপ্রেস। রেলওয়ে সূত্র জানায়, ট্রেনে নাশকতা এড়াতে ও নিরাপত্তাজনিত কারণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য ট্রেন তিনটি বন্ধ রাখা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ্ সূফী নূর মোহাম্মদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণ ও নাশকতা এড়িয়ে চলতে পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে সোমবার (৮ জানুয়ারিÑ পর্যন্ত এই ট্রেন তিনটি বন্ধ রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ