পত্নীতলায় শীতের আমেজ, বাড়ছে ঠান্ডাজনিত অসুখ!

আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ


পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় কমে আসছে সূর্যের আলোর তীব্রতা। ভোরে শিশিরে চক্চক্ করছে ঘাসের ডগা আর লতা-পাতা। সূর্যাস্তের সাথে সাথে নামছে কুয়াশা। মাঠে-মাঠে নানা রকমের শীতকালীন সবজি জানান দিচ্ছে, শীতে বুুড়িটা হাটি-হাটি পা পা করে এগিয়ে আসছে। বেড়েছে ঠান্ডা জনিত অসুখ। ফ্যান বন্ধ করে ঘুমোতে হচ্ছে আর শেষ রাতে গায়ে জড়াতে হচ্ছে কাঁথা। বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি, পাতাকপি, মূলাসহ নানান শীতকালীন শাকসবজি। কাপড়ের দোকান-গুলোতে শীত-কালীন পোশাকের পসরা সাজাতে ব্যস্ত ব্যবসায়ী।

উপজেলার ঘোষনগর ইউনিয়নের দিঘীপাড়া গ্রামের তরিকুল ইসলাম শাওন (২৮) জানান, ‘শীত প্রায় এসেই গেছে। দিনে সামান্য গরম অনুভব হলেও রাতে শীত অনুভব হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে গরম কাপড় পড়তে হচ্ছে। রাত্রে ফ্যান চালালে ঠান্ডা আরও বেশি লাগে।

উপজেলা সদর নজিপুর পৌর এলাকার আলহেরাপাড়ার বাসিন্দা আজাদ হোসেন (৬৭) জানান, ‘আমার বয়স হয়েছে। সূর্যাস্তের সাথে সাথেই ঘরে ঢুকেই গায়ে কাঁথা দিতে হয়।’

নজিপুর বাইপাস রোডের বাসিন্দা মোটরসাইকেল চালক আবু হানিফ (২৬) জানান, ‘রাতে মোটরসাইকেল চালালে ঠান্ডা লাগে।’
উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের আনোয়ারা চিকিৎসালয়ের ডা. এম.এ গফুর, এমপিএইচ-ইন নিউট্রিশন বলেন, ‘দিন এখন ছোট হয়ে আসছে। রাত হচ্ছে বড়। তাই রাতে বেশি শীত অনুভূত হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ