পবার ইউএনও’র উদ্যোগে কম্বল পেয়ে চরাঞ্চলের শীতার্তদের মুখে হাসি

আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪, ১:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর-মাঝার দিয়ার এলাকার দুর্গম চরের প্রায় এক শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় হরিপুর ইউনিয়নের চর-মাঝার দিয়ার চরের বিভিন্ন এলাকা থেকে শীতার্ত নারী-পুরুষ কম্বল নিতে চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হন। হাড় কাপানো এই শীতে কম্বল পাওয়ার তালিকায় ছিলেন এতিম, বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র চরাঞ্চলে পিছিয়ে পড়া শীতার্ত মানুষ।

নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন দুর্গম চরের শীতার্ত মানুষেরা। কম্বল হাতে পেয়ে চর-মাঝার দিয়ার গ্রামের বাসিন্দা সোহাগী বিবি, ইসাহক আলী ও আব্দুল রশিদের মত শতাধিক শীতার্তদের মুখেও ফুটছে হাসির ঝিলিক।

মাঘের এই কনকনে শীতে কম্বল হাতে পেয়ে ইসাহক আলী বলেন, ‘জারের ঠ্যালায় রাইতে উইট্যা বইস্যা থাকি বাবা। তেমন জারের কাপড় নাই। এই কম্বলডা পায়া এহুন ম্যালা আরাম ওইবো। রাইতে গুমাইব্যার পারমু।’

কম্বল নিতে আসা চর মাঝারদিয়ার গ্রামের বৃদ্ধ সোহাগী বিবি বলেন, ‘বছর দশেক আগে স্বামী মারা গেছে, এক ছেলেকে নিয়ে কুড়ে ঘরে থাকি। কোন কাজ-কাম করতে পারি না। অভাবের সংসার। ট্যাকা-পয়সা নাই, তাই গরম কাপুর-চুপুর কিনতে পারিনি। রাতে জাড়ে খুবই কষ্ট করছিনু। কম্বল পাইয়ি খুব উপকার হইলো। দুয়া করি আল্লাহ যেন ইউএনও স্যারকে ভালো রাখেন।’
মাঝারদিয়ার গ্রামের বৃদ্ধ আব্দুল রশিদ বলেন, ‘শীতে সারা রাত ঘুমাইতে পারিনি। গরম কাপুড়ের অভাবে শীতে কষ্ট করি। এখন আরামে ঘুমাইেত পাইরবো।

পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় পবা উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে এই হাড় কাঁপানো কনকনে শীতে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আজ পবার প্রত্যন্ত চর-মাঝার দিয়ার এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। এই মহতী উদ্যোগে রাজশাহী জেলা সমিতির পাশাপাশি বিভিন্ন সংগঠনের সহযোগিতা পাচ্ছি। সাধ্যমতো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল মুঞ্জিল বলেন, চরাঞ্চলে এমন উদ্যোগ সচারাচর দেখা যায় না। এটি খুব ভালো উদ্যোগ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ