পাবনার ৩ উপজেলার ৪৮ জন প্রার্থীর সবগুলো মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট: মে ৫, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি:


তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার তিনটি উপজেলার সবগুলো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম জানান, পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা নির্বাচনে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রোববার (৫ মে) মনোনয়নপত্র বাছাইকালে সবগুলো বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে পাবনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, আটঘরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১২ মে, প্রতিক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ ২৯ মে।

এ বিভাগের অন্যান্য সংবাদ