পাবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ৩:২৮ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি :‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
দিবসটি উপলক্ষে সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন’ উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, অতিরিক্ত গ্রন্থাগারিক মো. হাফিজুর রহমান মোল্লা সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার’র সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, জ্ঞান আহরণের জন্য লাইব্রেরিতে যাওয়া এবং স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের স্মার্ট হতে হবে। জ্ঞানের প্রসারতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সবার মধ্যে জ্ঞান পৌঁছানোর মধ্য দিয়ে সত্যিকারের সমাজ নির্মাণ হতে পারে। জ্ঞানের আলোয় নিজেকে প্রসারিত করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করে তুলতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে গ্রন্থাগারকে স্মার্ট, নান্দনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। জীবন সংগ্রামে টিকে থাকার জন্য অ্যাডভান্স ভাবনা আমাদের ভাবতে হবে।
পরে বিশ্ববিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন উপাচার্য সহ অন্যরা।

এদিকে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন, উপ-উপাচার্য অধ্যাপক ড. ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরমিটিরি তত্ত্বাবধায়ক মো. একরামুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন’সহ অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ