পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে পেট্রোবাংলার চেয়ারম্যান

আপডেট: মার্চ ১৭, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করলেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। শুক্রবার ও শনিবার (১৫ ও ১৬ মার্চ) এই দুই দিন বড়পুকুরিয়া কয়লা খনি (বিসিএমসিএল) পরিদর্শন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান।

এ সময় তিনি কয়লা খনির (বিসিএমসিএল) বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং ভূগর্ভে গমন করে কয়লা উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কালে তাঁর সাথে ছিলেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্হাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। এছাড়াও তিনি সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্হাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।

 

আরও পড়ুন: বড়পুকুরিয়া কয়লা খনি ১২০৯ ফেইস হতে নির্ধারিত সময়ের পূর্বেই কয়লা উত্তোলন শুরু

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version