পার্বতীপুরে খাসি এন্ড খাসি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে ৮টি দল নিয়ে শুরু হয়েছিল গোবিন্দপুর সরদারপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব আয়োজিত খাসি এন্ড খাসি ফুটবল টুর্নামেন্ট-২০২৩-২৪। এর ফাইনালে সফলতার মঞ্চ ব্লাড ডোনেট ফাউন্ডেশন পার্বতীপুর বনাম আরিফ একাদশ পার্বতীপুর অংশগ্রহণ করেন।
শনিবার (২০ জানুয়ারি ) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর গোবিন্দপুর সরদারপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব মাঠ প্রাঙ্গণে, টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা আ’লীগ এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. আসাদুজ্জামান সরদার।

আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন স্বপন আমান, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবু হানিফ, সমাজসেবক আজাহার আলী, বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুজ সাকিব প্রমূখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আজিজুল ইসলাম।

এ খেলায় ৩-১ গোলে আরিফ একাদশ পার্বতীপুরকে পরাজিত করে সফলতার মঞ্চ ব্লাড ডোনেট ফাউন্ডেশন জয়ী হয়েছে।
প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন খোলাহাটি ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক কামরুল হক (কামু),সহকারী রেফারি হিসেবে ছিলেন মো. বেলাল হোসেন ও মো. আলম হোসেন।
ধারাভাষ্যকার ছিলেন মো. মোকাররম হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version