পুকুরেই হবে ইলিশ চাষ

আপডেট: মে ২, ২০২৪, ২:৫৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বাঙালির অন্যতম প্রিয় মাছ ইলিশ এবার পুকুরেই চাষ হবে। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে ‘আইসিএআর-এনএএসএফ প্রজেক্ট ফেজ–টু’র আওতায় এবার থেকে পুকুরেও ইলিশ চাষ করা হবে।

ইলিশগুলির ওজন হবে প্রায় ৬৮৯ গ্রাম। এই প্রকল্পের জন্য রহড়া ফ্রেশওয়াটার জোন, কাকদ্বীপের ব্র্যাকিশওয়াটার জোন এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জামিত্যা গ্রামের ইন্টারমিডিয়েট জোনকে বেছে নেওয়া হয়েছে। চাষের সময় ছোট ইলিশগুলিকে খেতে দেওয়া হবে জু প্লাঙ্কটন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন