পুঠিয়া হতে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আপডেট: মে ৬, ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রোববার (৫ মে) রাত ১০ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় ধৃত আসামীদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ৭টি সিমকার্ড জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।

ধৃত মাদক ব্যবসায়ীরা হলো-বানেশ্বর মিস্ত্রিপাড়ার শফিক আহমেদের ছেলে জোবায়ের আহমেদ (২২) ও তপন কুমারের ছেলে তরুণ কুমার (২৬); বানেশ্বর পূর্বপাড়ার বাবুল হাসানের ছেলে সিজান আলী (২০), বানেশ্বর মধ্যপাড়ার আহাদ আলীর ছেলে শাকিল আহমেদ (২২), মৃত বাচ্চু মণ্ডলের ছেলে রিংকু ইসলাম (২৬)।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়. গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়ার খলিল সরকারের গোডাউনের পূর্ব-দক্ষিণ দিকের ফাঁকা জায়গা থেকে পাঁচ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ