পুতিন ফিরতেই সাগরে মিসাইল ছুঁড়ল কিমের দেশ, ‘শত্রু’কে চোখ রাঙাতে গিয়ে ব্যর্থ পরীক্ষা!

আপডেট: জুন ২৭, ২০২৪, ১:৪০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


কয়েকদিন আগেই উত্তর কোরিয়া থেকে থেকে ঘুরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদেশের রাষ্ট্রপ্রধান কিম জনের সঙ্গে সামরিক চুক্তিও করেছেন পুতিন। আমেরিকার দাবি, দুদেশই অত্যাধুনিক হাতিয়ারের আদানপ্রদান করছে। এই আহবে ফের দক্ষিণ কোরিয়াকে চোখ রাঙিয়ে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছে কিমের দেশ। কিন্তু দক্ষিণ কোরিয়ার দাবি, পিয়ংইয়ংয়ের এই পরীক্ষানিরীক্ষা ব্যর্থ হয়েছে।

প্রতিপক্ষকে যোগ্য জবাব দিতে নিজেদের অস্ত্রাগার সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া। উন্নত যুদ্ধাস্ত্রের পরীক্ষা চলছে। এর মাঝেই কিমের দেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জাপান, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া।

এই ত্রিপাক্ষিক মহড়ার জন্য সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছিল। যার তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল পিয়ংইয়ংয়ের তরফে। এই পরিস্থিতিতে বুধবার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, ওই সামরিক মহড়ার পালটা দিতেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল কিমের দেশ।

এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করে। উত্তরের পূর্ব জলরাশিতে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু আমাদের অনুমান তাদের এই পরীক্ষা ব্যর্থ হয়েছে।’ জানা গিয়েছে, গোটা পরিস্থিতি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সেনাবাহিনী যৌথভাবে পর্যবেক্ষণ করছে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version